প্রেসিডেন্ট কাপ ওয়ানডে সিরিজে আজ মিরপুর শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে মাহমুদুল্লাহ একাদশের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় তামিম একাদশ। ম্যাচের দ্বিতীয় ওভারেই তামিম ইকবালকে ২ রানে প্যাভিলিয়নে ফেরান ফাস্ট বোলার রুবেল হোসেন।
এরপর বৃষ্টির কারণে খেলা কিছু সময় বন্ধ থাকলেও মাঠে ফিরে দুর্দান্ত শুরু করেন দুই ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম এবং আনামুল হক বিজয়। তবে দলীয় ৪২ রানের মাথায় জোড়া উইকেট তুলে নেন রুবেল হোসেন। ১৮ বলে ২৭ রান করে রুবেল হোসেনের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন তানজিদ হাসান তামিম। ২ বল পরেই মোহাম্মদ মিথুনকে ০ রানে আউট করেন রুবেল।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ৭.৫ ওভারে ৩ উইকেটে ৪২ রান সংগ্রহ করেছে তামিম একাদশ।
মাহমুদুল্লাহ একাদশ : মোহাম্মদ মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোহাম্মদ নাইম শেখ, লিটন কুমার দাস, ইমরুল কায়েস, মুমিনুল হক সৌরভ, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), সাব্বির রহমান রুম্মন, মেহেদী হাসান মিরাজ, আমিনুল ইসলাম বিপ্লব, সুমন খান, রুবেল হোসেন, এবাদত হোসেন চৌধুরী।
তামিম একাদশ: তামিম ইকবাল খান (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, এনামুল হক বিজয় (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, শাহাদাত হোসেন দিপু, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, মোহাম্মদ শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও মিনহাজুল আবেদিন আফ্রিদি।