বিসিবি প্রেসিডেন্ট কাপে এখন পর্যন্ত দুর্দান্ত খেলছে বাংলাদেশের দলের ফাস্ট বোলাররা। এর আগে এমনটি খুবই কম দেখা গিয়েছে বাংলাদেশ ক্রিকেটে। এককথায় অবিশ্বাস্য পারফরম্যান্স করছে তাসকিন, রুবেল, মুস্তাফিজ, সাইফুদ্দিন, এবাদত হোসেনরা। প্রেসিডেন্ট কাপের প্রথম দুই ম্যাচে ফাস্ট বোলারদের আধিপত্য বিস্তার করতে দেখা গিয়েছে।
প্রতিটি ইনিংসে দুর্দান্ত পারফরম্যান্স করেছে ফাস্ট বোলাররা। মাহমুদুল্লাহর একাদশ বনাম নাজমুল একাদশ এর মধ্যকার প্রথম ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ১৬ উইকেটের মধ্যে ১০ উইকেট তুলে নিয়েছে ফাস্ট বোলাররা। নিজেকে যেন অন্য রূপে মেলে ধরেছেন ফাস্ট বোলার তাসকিন আহমেদ। সেই সাথে আল-আমিন হোসেন, মাহিদুল ইসলাম মুগ্ধ এবং এবাদত হোসেন দারুণ বোলিং করেছেন।
তামিম একাদশ বনাম মাহমুদুল্লাহ একাদশ এর মধ্যকার দ্বিতীয় ম্যাচেও ১৫ উইকেট এর মধ্যে ৯ উইকেট নিয়েছে ফাস্ট বোলাররা। শুরুতেই তামিম একাদশকে তছনছ করে দিয়েছিলেন ফাস্ট বোলার রুবেল হোসেন। এরপর সেই তালিকায় যোগ হয় আরেক ফাস্ট বোলার সুমন খান।
স্বল্প রানের টার্গেটে ব্যাট করতে নেমে ও মাহমুদুল্লাহ একাদশের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন এবং মুস্তাফিজুর রহমান। স্কোরবোর্ডে রান তোলার আগেই তিনটি উইকেট নিয়েছিলেন এই দুই ফাস্ট বোলার। সব মিলিয়ে প্রেসিডেন্ট কাপে দারুন ছন্দে রয়েছে বাংলাদেশের ফাস্ট বোলাররা। একসাথে এতগুলো ফাস্ট বোলারের পারফরম্যান্স করা অন্য কিছুই ইঙ্গিত দিচ্ছে।