সংযুক্ত আরব আমিরাতের টি-টেন লিগে খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সেখানে আইকন ক্রিকেটার হিসেবে বাংলা টাইগার্সের সঙ্গে চুক্তি করেছেন বাংলাদেশ ক্রিকেটের এই পোস্টার বয়। জানা গেছে, বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুবাইয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলটির আইকন হিসেবে সাকিবের নাম ঘোষণা করা হবে।
আবুধাবি টি-টেন ক্রিকেট লীগে একমাত্র বাংলাদেশি মালিকানাধীন দল ‘বাংলা টাইগার্স’। প্রতি আসরের মত এবারও নিজেদের শক্তিশালী দল গঠন করছে বাংলা টাইগার্স। ইতিমধ্যেই তারা এবারের আসরের জন্য বেশ কয়েকজন তারকা ক্রিকেটার এবং কোচিং স্টাফদের নাম ঘোষণা করেছে।
এর আগেও টি-টেন লিগের প্রথম আসরে খেলেছিলেন সাকিব। সে বছর কেরালা কিংসের জার্সিতে শিরোপাও জিতেছিলেন বাংলাদেশের এই অলরাউন্ডার। রিটেইন ক্রিকেটার হিসেবে তারা দলে রেখে দিয়েছে পাকিস্তানের ফাস্ট বোলার মোহাম্মদ আমিরকে। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য জানিয়েছে বাংলা টাইগার্স।
এছাড়াও ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান ইভেন লুইস দক্ষিণ আফ্রিকার কলিন ইনগ্রাম এবং শ্রীলঙ্কার বেবি মালিঙ্গা খ্যাত মাথিশা পাথিরানাকে রিটেইন করেছে তারা।
এর আগে গতকাল প্রধান কোচ হিসেবে তারা বেছে দিয়েছে বাংলাদেশের সাবেক ওপেনার আফতাব আহমেদকে। একই সঙ্গে বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদীন ফাহিমকে টিম মেন্টর হিসেবে নিয়োগ দিয়েছে।
আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নভেম্বর-ডিসেম্বরে মাঠে গড়াবে আবু ধাবি টি-টেন লিগ। ১০ ওভারের এই ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ ২৩ নভেম্বর, ফাইনাল ৪ ডিসেম্বর। এবারের মৌসুমেও লড়াইয়ে নামবে ৬টি দল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ডেকান গ্ল্যাডিয়েটর্স, দিল্লি বুলস, চেন্নাই ব্রেভস, বাংলা টাইগার্স, নর্দান ওয়ারিয়র্স এবং টিম আবু ধাবি।