সাকিবকে ক্রিকেট ছেড়ে নিজের মতো করে জীবন যাপন করতে বললেন অজয় জাদেজা

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় পোস্টার বয় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিঃসন্দেহে তিনি বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ক্রিকেটার। কিন্তু মাঠ থেকে মাঠের বাইরের বেশি আলোচনায় দেখা যায় সাকিব আল হাসানকে। যেটি আসলে সাকিবের মত একজন বিশ্বসেরা ক্রিকেটারের কাছ থেকে মানায় না বলে জানিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার অজয় জাদেজা।





সাকিবকে বোঝা উচিত তিনি অনেকের বড় বাপের ক্রিকেটার এবং তাকে সেভাবে চলা উচিত বলে জানিয়েছেন তিনি। আর সেটি যদি না হয় তাহলে সাকিবকে বাড়ি ছেড়ে (ক্রিকেট ছেড়ে) নিজের মতো করে জীবন যাপন করতে বলেছেন অজয় জাদেজা।

সম্প্রতি বিট উইনারের সাথে চুক্তি করে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন সাকিব। যে আলোচনা শুধু দেশেই সীমাবদ্ধ ছিল না দেশের বাইরেও গিয়েছিল। গতকাল আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শেষে গৌরব কাপুরের সাথে এক অনুষ্ঠানে অজয় জাদে যা সাকিবকে নিয়ে বলেন,

“সে যদি সাধারণ কোনো বাচ্চা হতো তাহলে সে সাধারণ একজন ক্রিকেটার হতো। ওকে ভিন্নভাবে চিন্তা করতে হয়, ভিন্নভাবে কাজ করতে হয়। এমনটা হবেই। এখানে অনেকসময় বাচ্চাকে বুঝতে হবে বাবা-মা’ই (বোর্ড) আসল বস। অথবা তাকে বাড়ি ছেড়ে (ক্রিকেট ছেড়ে) নিজের মতো করে জীবনযাপন করতে হবে। এক্ষেত্রে এটা সম্ভব না, কারণ আপনি যখন দেশের হয়ে খেলবেন তখন বোর্ডের অধীনে আপনাকে থাকতে হবে। আপনাকে এটা বুঝতে হবে।”





তবে সাকিবই বাংলাদেশের শেষ ভরসা বলে জানিয়েছেন তিনি। দুষ্ট ছেলে হলেও বাংলাদেশকে সাকিবকেই দরকার বলে জানিয়েছেন অজয় জাদেজা। “ক্লাসের দুষ্ট ছেলেকে মনিটর করলে সে ক্লাস সামলে নিবেই। আমি দেখতে মুখিয়ে আছি সাকিব কিভাবে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যায়। ওর সামনে সুযোগ আছে এই ফরম্যাটে দলের সামর্থ্য প্রমাণের।”