এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ হারলেও এই দিন বল হাতে দুর্দান্ত করেছেন অধিনায়ক সাকিব আল হাসান। যার কারনে আইসিসি টি-টোয়েন্টি বোলিং র্র্যাংকিংয়ে ৮ ধাপ উন্নতি করেছেন সাকিব।
গতকাল আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১২৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবের শুরুতেই আফগানিস্তানকে চেপে ধরেন সাকিব। চার ওভার বোলিং করে ১৩ রানের বিনিময়ে এক উইকেট নেন সাকিব। এরমধ্যে বারটি ছিল ডট বল।
দুর্দান্ত এই বোলিং করে আইসিসি টি-টোয়েন্টি বোলিং র্র্যাংকিংয়ে ৮ ধাপ উন্নতি করেছেন সাকিব। ৫৯১ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসির টি-টোয়েন্টি বোলিং র্র্যাংকিংয়ে ১৯তম অবস্থানে রয়েছেন সাকিব। এদিকে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে ৬৮তম অবস্থানে রয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার।
এছাড়াও র্র্যাংকিংয়ে বাংলাদেশ ক্রিকেটারদের মধ্যে সবার প্রথমে রয়েছেন মেহেদী হাসান। ৬২৪ রেটিং পয়েন্ট নিয়ে ১৬ তম স্থানে রয়েছেন তিনি। নাসুম আহমেদ ২২ এবং মোস্তাফিজুর রহমান অবস্থান করছেন ৩১ তম স্থানে।