আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের জন্য এই সিরিজটি হতে যাচ্ছে পরীক্ষা-নিরীক্ষার। বিশেষ করে অফ ফর্মে থাকা ক্রিকেটারদের সুযোগ দেয়া হতে পারে এই সিরিজে। তবে বাংলাদেশ দলে অধিনায়ক নকুল হাসান সোহান জানিয়েছেন সেরা দল নিয়েই আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ। আজ ম্যাচের আগে বিসিবির এক ভিডিও বার্তায় সোহান বলেন,
এই মুহূর্তে আইসিসি টি২০ রাঙ্কিং এ নবম স্থানে রয়েছে বাংলাদেশ অন্যদিকে বাংলাদেশের থেকে ৪ ধাপ নিচে ১৩ তম স্থানে অবস্থান করছে আরব আমিরাত। শক্তির বিচারে আমিরাতের থেকে বাংলাদেশে এগিয়ে থাকলেও ঘরের মাঠে কঠিন প্রতিপক্ষ হিসেবেই দেখছেন বাংলাদেশের দলের অধিনায়ক নজরুল হাসান সোহান।