ব্যাটিং বোলিং ফিল্ডিং ৩ বিভাগে ভালো করলে পাকিস্তানের বিপক্ষে ভালো কিছু করা সম্ভব : সোহান

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে আগামী শুক্রবার পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। বর্তমান টি-টোয়েন্টি ক্রিকেটের পারফরমেন্স বিবেচনায় বাংলাদেশের থেকে পাকিস্তান এগিয়ে থাকলেও বাংলাদেশ দলের সহ অধিনায়ক নুরুল হাসান সোহান মনে করেন যদি ব্যাটিং বোলিং এবং ফিল্ডিং তিন বিভাগেই ভালো করতে পারে তাহলে পাকিস্তানের বিপক্ষে ভালো কিছু করা সম্ভব। আজ বিসিবির দেওয়া এক ভিডিও বার্তায় সোহান বলেন,

তবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের রেজাল্ট কি হবে সেটি চিন্তা না করে নিজেদের জায়গায় থেকে সকল ক্রিকেটারকে পারফরম্যান্স করার আহ্বান জানিয়েছেন সহ অধিনায়ক। ‌ টিম হিসাবে খেলতে পারলে যে কোন দলের বিপক্ষে ভালো করা সম্ভব বলে জানিয়েছেন সোহান।