আগামীকাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশের অগ্নিপরীক্ষা। যেখানে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শেষবারের মতো নিজেদেরকে ঝালিয়ে নিতে পারবে টাইগাররা। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল আটটায়।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শেষবারের মতো পরীক্ষা নিরীক্ষা সুযোগ পাচ্ছে টিম ম্যানেজমেন্ট সেই সাথে এই সিরিজে একাধিক পরীক্ষা-নিরীক্ষা চালাবে বাংলাদেশ দল। বিশেষ করে ওপেনিং জুটি এবং ফাস্ট বোলারদের নিয়ে হবে বিশেষ পরীক্ষা।
এই সিরিজের মাধ্যমে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ওপেনিং জটি চূড়ান্ত করবে টিম ম্যানেজমেন্ট। তবুও যতদূর জানা গেছে দুবাইয়ে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে খেলা একাদশই খেলতে পারে পাকিস্তানের বিপক্ষে। যেখানে ওপেনিংয়ে সাব্বির রহমানের সাথে থাকবেন মেহেদী হাসান মিরাজ।
একাদশে সাকিব ফেরাই তিনে খেলবেন তিনি। মুশফিকুর রহিমের জায়গায় খেলবেন লিটন দাস এবং ৫-এ খেলবেন আফিফ হোসেন। একাদশের শেষ দুই ব্যাটসম্যান হিসেবে খেলবেন নুরুল হাসান সোহান এবং মোসাদ্দেক হোসেন। তবে একাদশে মেহেদী হাসান মিরাজ থাকায় একজন বাড়তি ব্যাটসম্যান খেলাতে পারে টিম ম্যানেজমেন্ট।
সে ক্ষেত্রে থাকার সম্ভাবনা রয়েছে ইয়াসির আলীর। ৩ ফাস্ট বোলারের মধ্যে মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ এবং হাসান মাহমুদের মধ্যে দেখা যাবে যেকোনো তিনজনকে।