বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে জেতার অভিজ্ঞতা রয়েছেন নেদারল্যান্ডের

বাছাই পর্ব খেলে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে নেদারল্যান্ডস। প্রথম ম্যাচে আরব আমিরাতকে ৩ উইকেটে এবং দ্বিতীয় ম্যাচে নামিবিয়াকে ৬ উইকেটে হারিয়ে মূল পর্বে নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। যদিও শেষ ম্যাচেও শ্রীলঙ্কার বিপক্ষে লড়াই করেছিল তারা।

এই নেদারল্যান্ডসের বিপক্ষে এই মূল পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হবে টাইগাররা। কিন্তু আপনি কি জানেন বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ জয়ের অভিজ্ঞতা রয়েছে নেদারল্যান্ডের।

২০১২ সালে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়েছিল দুই দল। যেখানে প্রথম ম্যাচে তামিম ইকবালের অপরাজিত ৬৯ এবং মুশফিকুর রহিমের অপরাজিত ৩৭ রানে ৮ উইকেটে জয়লাভ করেছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ম্যাচটি ছিল বাংলাদেশের জন্য হতাশার।

টসে জিতে ব্যাট করতে নেমে তামিম ইকবালের ৫০ মাহমুদুল্লাহ রিয়াদের ৪১ এবং জিয়াউর রহমানের ২২ রানের পরেও মাত্র ১২৮ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। তবে বল হাতে লড়াই করেছিল বাংলাদেশের বোলাররা। ইনিংসে শেষ ওভারে আব্দুর রাজ্জাকের শেষ বলে চার মেরে এক উইকেটে জয়লাভ করেছিল নেদারল্যান্ড।

এরপর চার বছর পর ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে দেখা হয়েছিল দু’দলের। যেখানে নেদারল্যান্ডকে ৮ রানে হারিয়ে ছিল টাইগাররা। ওই ম্যাচে ৮৩ রানের ইনিংস খেলেছিলেন তামিম ইকবাল।