ক্রিকেট বিশ্বে বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ফ্রাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট। প্রায় প্রতিটি দেশেই এখন চালু হয়েছে টি-টোয়েন্টি ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ। যার সবার উপরে রয়েছে আইপিএল, পিএসএল, সিপিএল সহ আরো কিছু ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট।
সেই সাথে নতুন করে আরো চালু হচ্ছে বেশ কয়েকটি ফ্রাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট। তবে ফ্রাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশের ক্রিকেটারদের চাহিদা খুবই কম। যাও ১-২ জন সুযোগ পায় কিন্তু ক্রিকেটের বোর্ডে নানা অজুহাতের কারনে খেলতে পারেনা বাংলাদেশি ক্রিকেটাররা।
বিগত কয়েক বছর ধরে আইপিএলে খেলে আসছেন সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান। এই দুজন ছাড়া আইপিএলে দল পাওয়া বাংলাদেশের ক্রিকেটারদের ক্ষেত্রে এক প্রকার অসম্ভব। গত আসরে তো সাকিব দলই পাননি। আগামী আসরে কেউ সুযোগ পাবে কিনা সন্দেহ আছে।
এবার টি-টোয়েন্টি ফরম্যাটে উন্নতি করতে ক্রিকেটারদের বিদেশি লিগে খেলানোর সুযোগ করে দেওয়ার কথা শোনা গেল বিসিবি কর্মকর্তার মুখে। বিষয়টি নিয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন,
“আমরা চাই আমাদের ক্রিকেটাররা যতটুক সম্ভব ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলুক। কারণ এটি এখন খুব জনপ্রিয়। অন্য দল যেভাবে এগিয়ে গেছে, আমরা কিন্তু সেভাবে এগোইনি। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখে আমার তাই মনে হচ্ছে”।
“আমরা ঢাকায় গিয়ে আমাদের এই ফরম্যাটটা নিয়ে আরও সিরিয়াসলি চিন্তা করতে হবে। আমাদের ক্রিকেটাররা যাতে বাইরে আরও ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে খেলতে পারে সে সুযোগটা আমরা করে দেব।”